top of page

চলুন জেনে নেই কেন লেবুপানি খাওয়া উচিৎ

Updated: Jun 26, 2018


দৈনিক খানিকটা লেবুপানি খাওয়া খুবই ভাল। এটি আমাদের দেহে পুষ্টি, ভিটামিন ও মিনারেলস যোগায়। প্রাকৃতিক ভাবে লেবুপানি আমাদের দেহে শক্তি বৃদ্ধি করে। সকালে ঘুম থেকে উঠার পর আমাদের দেহে পানিশূন্যতা থাকে এবং এই ঘাটতি পূরণ করতে প্রয়োজন পানি যা দেহ থেকে টক্সিন বের দেয় ও কোষগুলো সজীব করে। তাই প্রতিদিন সকালে অন্তত ১ গ্লাস লেবু পানি আমাদের সকলেরই খাওয়া উচিৎ। চলুন তাহলে জেনে নেই কেন লেবুপানি খাওয়া উচিৎ।

 
  • লেবুপানি আমাদের দেহে যথেষ্ট পরিমাণে ইলেক্ট্রলাইটস এর যোগান দিয়ে থাকে যা দেহের পানিশূন্যতা দূর করে। লেবুতে আছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম।

  • লেবুপানি দেহের গিটে গিটে ব্যথা দূর করে।

  • লেবুতে আছে ক্রিটিক এসিড যা দেহের হজমশক্তি বৃদ্ধি করে।

  • অন্য যে কোন পানীয় থেকে লেবুপানি আমাদের দেহের লিভারের জন্য খুব উপকারী।

  • লেবুপানি আমাদের দেহের লিভার থেকে টক্সিন পরিষ্কার করে লিভারকে সুস্থসবল রাখে।

  • লেবু পানি আমাদের দেহের প্রদাহ দূর করে, গলা ব্যথা, টনসিলের সমস্যা, শ্বাসযন্ত্রের ইনফেকশনও সাড়িয়ে তোলে।

  • লেবুপানি আমাদের পেট ভাল রাখে।

  • লেবুপানি আমাদের দেহের মেটাবোলিজম বৃদ্ধি করে ও লেবুর অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান দেহের রোগ-প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।

  • লেবুপানি দেহের কার্ডিওভাসকুলার সিশ্তেম্ন পরিষ্কার রাখে।

  • লেবুপানি দেহের ব্লাড প্রেশার নিয়ন্ত্রনে রাখে। রোজ পান করলে হাই ব্লাড প্রেশার ১০% কমে যায়।

  • লেবুপানি দেহের ত্বকের জন্য খুবই ভাল। লেবুর ভিটামিন সি উপাদান দেহের ত্বক ও টিস্যুর জন্য খুব জরুরি। তাই ত্বকের যে কোন সমস্যা রোধ করতে প্রতিদিন লেবুপানি পান করুণ।

  • গর্ভবতী নারীদের জন্য লেবুপানি খুবই উপকারী। কারণ এটি দেহের ভাইরাস ধ্বংস করে ও হাড়ের টিস্যু মজবুত করে। এবং একই সময়ে লেবুর পটাশিয়াম উপাদান বাচ্চার মস্তিস্কের ও নার্ভতন্ত্রের কোষ সবল করতে সাহায্য করে।

  • দেহের কোন অংশ পুড়ে গেলে তা লেবুপানি দিয়েই চিকিৎসা করা যাবে। আধা গ্লাস পানির সাথে সামান্য লেবুর রস মিশিয়ে পোড়া ত্বকে লাগিয়ে নিন। এছাড়া লেবু পানি নতুন কোষগুলোকে সজীব করে তোলে বিধায় যে কোন ক্ষত দ্রুত নিরাময় হয়।

  • লেবুপানি পিত্তথলী, অগ্নাশয় ও কিডনির পাথর রোধ করে।

  • লেবুপানি ক্যানসার রোগও প্রতিরোধ করে। লেবুতে আছে এলকালাইন উপাদান এবং বিজ্ঞানীরা বলেছেন ক্যানসারের কোষ এলকালাইন উপাদান এর সাথে থাকতে পারেনা।




 
 
 

Comments


​আপনি কি অসুস্থ্য?
অস্বস্তি বোধ করছেন? পরামর্শ?

ইমারজেন্সি? অ্যাম্বুলেন্স? হসপিটাল সার্ভিস?

এখনই ফোন করুন আমাদের হেল্প লাইন নাম্বারে

Emergency HelpLine: +88017 6655 6655

  • Facebook
27-with-Trans.png
R_edited.png
শহীদ খাজা নিজামুদ্দিন রোড । ঝাউতলা । কুমিল্লা । বাংলাদেশ ।

© 1996-2024 by Moon Hospital Ltd Cumilla. All rights reserved.

Thank you for your trust in Moon Hospital, Cumilla, Bangladesh

bottom of page